বুয়েট শিক্ষার্থী ফারদিনের দাফন সম্পন্ন

ফারদিনের মরদেহ বহনকারী গাড়ি। ছবি: স্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী ফারদিন নূর পরশের দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এসময় ফারদিনের পরিবারের সদস্য ও বুয়েটের সহপাঠীরা উপস্থিত ছিলেন। দাফনের সময় কবরস্থানে স্বজন ও সহপাঠীদের কান্নায় বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়।

২ দিন নিখোঁজ থাকার পর গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ফারদিন বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি।

ময়নাতদন্ত শেষে আজ দুপুর পৌনে ১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ফারদিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর ডেমরার কোণাবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তার পৈত্রিক নিবাস দেলপাড়া এলাকায়। 

এদিকে, সকালে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ ফরহাদ জানান, ফারদিন নূর হত্যার শিকার হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

'No legal bar' to Babar's release after acquittal in another 10-truck arms case

He has now been cleared in both cases filed over the high-profile incident from 2004

2h ago