ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের ২ গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মো. রিদয় (২০) ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম হোসেনের ছেলে।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুতর আহত হয়ে রিদয় ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম হোসেন স্থানীয় মহিউদ্দিন নয়নসহ অন্তত ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন ভোলা সদর থানার ওসি শাহিন ফকির। 

ওসি জানান, বিশ্বকাপ উপলক্ষে গত ৩ ডিসেম্বর আর্জেন্টিনার সমর্থকরা খাওয়া-দাওয়ার আয়োজন করেন। এ সময় খাবার পরিবেশন নিয়ে রিদয়ের সঙ্গে মহিউদ্দিন গ্রুপের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে ওই গ্রামে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং রিদয় গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার ভোরে তিনি মারা যান।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

15h ago