পাবনায় নির্বাচন অফিস থেকে ল্যাপটপ-ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি
পাবনা জেলা নির্বাচন অফিস ভবনের সার্ভার স্টেশনে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকা সত্ত্বেও অফিসের গ্রিল কেটে সার্ভার স্টেশনের ল্যাপটপ, মনিটর, সাইনপ্যাড ও ক্যামেরা চুরি হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের হলেও সরকারি অফিসের ভেতরে এ ধরনের চুরির ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আজ রোববার দুপুরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।
তারা জানান, গতরাতের কোনো এক সময় ভবনের নিচতলায় অবস্থিত পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে চুরির এ ঘটনা ঘটে।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জানতে পারি। একটি ল্যাপটপ, ক্যামেরা ও কিছু প্যাড চুরির ঘটনা ঘটেছে।'
'সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শনিবার রাতে ভবনের পেছনের গ্রিল কেটে চোর কক্ষে প্রবেশ করে। বিষয়টি পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। আলামত রক্ষায় কক্ষটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে রাখা হয়েছে', বলেন তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'চুরির ঘটনা নিয়ে বেশ রহস্য দেখা দিয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে চুরি হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।'
অত্যন্ত স্পর্শকাতর এই কক্ষে ভোটারদের তালিকা ও ডেটা সংরক্ষণ করে রাখা হয়। চলমান ভোটার তালিকা হালনাগাদের তথ্যও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই কক্ষে যে ল্যাপটপ আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ল্যাপটপ দিয়ে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত হতে হয়।
Comments