মানিকগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে দুই বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি

মানিকগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে দুই বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি
ছবি: সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

মানিকগঞ্জ জেলা শহরের পূর্বদাশড়া এলাকার দুটি বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

রোববার ভোরে কলাপসিবল গেটের তালা ভেঙে বাসায় ঢুকে মোটরসাইকেল দুটি নিয়ে যায় মুখে কাপড় বাঁধা দুই যুবক।

চুরির ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন চুরি হওয়া মোটরসাইকেল দুটির মালিক নারায়ণ চন্দ্র দে ও বিল্লাল হোসেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে চুরি হয় বিল্লাল হোসেনের এক লাখ ৫৫ হাজার টাকা মূল্যের কালো-লাল রঙের ডিসকভার মোটরসাইকেল। মুখে কাপড় বাঁধা দুজন যুবক রাত দুইটার দিকে বিল্লাল হোসেনের চুরি হওয়া মোটরসাইকেল চালিয়ে নারায়ণ চন্দ্র দের বাসার সামনে যায়। সেই মোটরসাইকেলটি তার বাসার সামনে রেখে নারায়ণ চন্দ্র দের বাসার দেয়াল টপকে ও কলাপসিবল গেটের তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাসার মূল গেটের তালা ভেঙে দুই লাখ ৫৩ হাজার টাকা মূল্যের নীল রঙের সুজুকি মোটরসাইকেলটি বাসার বাইরে নিয়ে যায়। এরপর তারা দুজন দুটি মোটরসাইকেল চালিয়ে চলে যায়।

পুলিশের কাছে সিসিটিভির ফুটেজ দেওয়া হয়েছে বলে জানান অভিযোগকারীরা।

বিল্লাল হোসেন বলেন, 'আমার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামে। আমি বর্তমানে মানিকগঞ্জ জেলা শহরের পূর্বদাশড়া এলাকার একটি বাসায় ভাড়া থেকে আরএফএল কোম্পানিতে চাকরি করছি। শনিবার রাত সাড়ে নয়টার দিকে বাসার ভেতরে মোটরসাইকেলে ও বাসার বাইরের কলাপসিবল গেটের তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। রোববার ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে দেখি সেখানে আমার মোটরসাইকেলটি নেই। কলাপসিবল গেটের তালা ও বাসার বাইরের তালা ভেঙে আমার মোটরসাইকেলটি নিয়ে গেছে।'

নারায়ণ চন্দ্র দে বলেন, 'মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কে আড়ং বস্ত্র বিতান নামে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরে বাসার ভেতরে মোটরসাইকেল রেখে কলাপসিবল ও মূল গেটের তালা লাগিয়ে চারতলার উপরে আমার বাসায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি সেখানে আমার মোটরসাইকেল নেই। কলাপসিবল গেটের তালা ও বাসার বাইরের তালা ভেঙে আমার মোটরসাইকেলটি নিয়ে গেছে।'

আধঘণ্টার ব্যবধানে কাছাকাছি দুটি বাসার ভেতর থেকে কলাপসিবল ও মূল গেটের তালা এবং মোটরসাইকেলের হাইড্রোলিক তালা ভেঙে চুরির ঘটনায় 'উদ্বিগ্ন' শহরবাসী।

জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন, 'জেলা শহর থেকে এভাবে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা চিন্তিত। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।'

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, 'আমি মোটরসাইকেল চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। চুরি হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযানে নামছি।'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

17m ago