বরগুনায় ১২২ কেজি হরিণের মাংস জব্দ
বরগুনায় ১২২ কেজি হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে জেলা সদরের ক্রোক এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বরগুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে বরগুনা পাথরঘাটা হয়ে বরগুনা শহরের দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলার আসছে বলে খবর পায় পুলিশ। পরে আজ দুপুর ১২টার দিকে ক্রোক এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও মাংস ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই ট্রলার থেকে মাংস জব্দ করা হয়।
ওসি আলী আহম্মেদ বলেন, 'পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ হরিণের মাংস বরগুনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।'
এ ঘটনায় কবির নামের এক হরিণ শিকারিকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
Comments