সাইকেলের সিটের নিচে লুকানো ছিল ১৫ স্বর্ণের বার
ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় ১৫ স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি।
আটক ইমানুর রহমান (১৯) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের বাসিন্দা।
তার বাইসাইকেলের সিটের নিচে এসব স্বর্ণের বার লুকানো ছিল বলে জানিয়েছে বিজিবি। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি বলেন, 'অভিযানের সময় বাইসাইকেল আরোহী ইমানুরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকারোক্তি অনুযায়ী বাইসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকানো অবস্থায় স্বর্ণের বার জব্দ করা হয়।'
আটক ইমানুরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Comments