শাহজালালে ৬ স্বর্ণের বারসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ।
আটক হোসাইন মাহমুদ। ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ।

আটককৃত হোসাইন মাহমুদ (২৯) ফেনীর দাগনভূইয়া থানার বরইয়া গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতের কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার পাওয়া গেছে। এছাড়া তার কাছে ২৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকারও পাওয়া গেছে।

আটক হোসাইন মাহমুদের কাছ থেকে ৩টি ল্যাপটপ, ২টি আইফোন জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানার একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

Comments