স্কুলশিক্ষার্থীকে ব্ল্যাকমেইল, বরিশালে বরখাস্ত এসআই গ্রেপ্তার
স্কুলশিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগে বরিশালে বরখাস্ত হওয়া উপপরিদর্শক মেহেদী হাসানকে এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে পর্যটকদের আটকে ঘুষ নেয়ার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার কোতয়ালী মডেল থানার এসআই মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানান, এক নারীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এসআই মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হিসেবে এসআই মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে ওই মামলার আসামী হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কোতয়ালী মডেল থানার এক সহকারী উপপরিদর্শক জানান, সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় থাকা এসআই মেহেদি হাসান আপত্তিকর ছবি দিয়ে জিম্মি করাসহ অর্থনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ করেন এক নারী। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় টাকা নেওয়ার সময় এসআই মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বাদী অভিযোগ করেন, এসএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন নম্বরে অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায়, তার একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে। তার কথায় রাজি না হলে ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয় স্বজনের কাছে পাঠানোর হুমকি দেয়। গত ১৫ নভেম্বর বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়।
পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে আগে একটি বিভাগীয় মামলা রয়েছে। আরও একটি বিভাগীয় মামলা হবে।
Comments