নরসিংদীতে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

ইব্রাহিম খন্দকার | ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় ছোট ভাইকে হত্যার অভিযোগে ইব্রাহিম খন্দকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন মসুরা ইউনিয়নের বৈত্তাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইব্রাহিম উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন খন্দকারের ছেলে।

সূত্র জানিয়েছে, ছোট ভাই সিরাজ খন্দকারের (৫০) সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকটি মামলাও আদালতে চলমান। বিরোধ নিষ্পত্তিতে দফায় দফায় সালিশ হয়েছে। গতকাল সেই বিরোধের জেরে তাদের মধ্যে মারামারি হয়। এতে সিরাজ ও তার স্ত্রী মোসলেমা বেগম (৪০) আহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সালাউদ্দিন মিয়া জানান, মোসলেমা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ইব্রাহিমকে গ্রেপ্তার করেছি।

Comments