এসআইয়ের মা-বাবা হত্যা: সন্দেহজনক ৪ জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার যাত্রাবাড়ী এলাকার মোমেনবাগের একটি বাসা থেকে পুলিশের বিশেষ শাখায় কর্মরত এক উপপরিদর্শকের বাবা-মাকে হত্যার চার দিন পার হলেও রহস্যের জট খোলেনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মোমেনবাগের ১৭৫ নম্বর বাসা থেকে শফিকুল রহমান (৬২) ও তার স্ত্রী ফরিদা ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, ওই দিন ভোর ৫টার দিকে মোমেনবাগ এলাকায় একজন নারী ও তিনজন পুরুষ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

এই দম্পতিরে ছেলে আল-আমিন ইমন পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমার মা-বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখনো বুঝতে পারছি না কেন তাদের নৃশংসভাবে হত্যা করা হলো।'

ইমন বলেন, 'এমন কোনো ঘটনা ঘটেনি, যার কারণে আমার মা-বাবাকে হত্যা করা হবে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

23m ago