মিরপুরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মিরপুরে ভাড়া বাসা থেকে চাঁদনী আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯ মাস আগে গত ফেব্রুয়ারিতে তার স্বামী মাছ ব্যবসায়ী জাহিদ হাসানকে (২৩) কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। পরিবারের দাবি, স্বামীর হত্যাকারীরাই চাঁদনীকে হত্যা করে থাকতে পারে।
এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গতকাল শনিবার রাতে মিরপুরের বিহারী ক্যাম্পের ভাড়াবাসা থেকে চাঁদনীর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদনীর শাশুড়ি জেসমিন বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা আমার ছেলেকে খুন করেছিল তাদের মধ্য থেকে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তাদের মধ্যে একজন কয়েকদিন ধরেই চাঁদনীকে উত্ত্যক্ত করছিল।'
তিনি আরও বলেন, 'ছেলে মারা যাওয়ার পর আমরা আর্থিকভাবে অসহায় হয়ে পড়ি। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। হত্যার বিচার নিয়ে আমরা অনেক জায়গায় গেছিয়ে। এ কারণে ষড়যন্ত্র করে চাঁদনীকে হত্যা করা হতে পারে।'
মুসলিম ক্যাম্প ও বেনারসি ক্যাম্পের কয়েকজন মিলে জাহিদকে হত্যা করে বলে দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে আমরা অনুমান করছি যে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে হত্যার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
গত ২২ ফেব্রুয়ারি রাতে পল্লবীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ব্যবসায়ী জাহিদ, তার বন্ধু কামরান ও হাসান। তাদের হাসপাতালে নেওয়ার পর মারা যান জাহিদ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
Comments