টাঙ্গাইলে লেবু বাগান থেকে মুদি দোকানির মরদেহ উদ্ধার 

স্থানীয় লেবু বাগানে পড়ে ছিল মরদেহটি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম (৪০) উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় মুদি দোকানদার।

পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম রাতে দোকান বন্ধ করে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করে বাড়ির পথে রওনা হন। কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে গ্রামের একটি লেবু বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সখীপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি।'

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

High growth under Hasina was ‘fake’

Yunus tells Reuters; rules out running in polls

12h ago