জালিয়াতি ও প্রতারণা মামলায় ভোরের পাতা পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

ভোরের পাতা পত্রিকার সম্পাদক এরতেজা হাসান গ্রেপ্তার
ড. কাজী এরতেজা হাসান। ছবি: সংগৃহীত

দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান-২-এর অফিস থেকে পিবিআইয়ের একটি দল তাকে গ্রেপ্তার করে। 

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলামের দায়ের করা জালিয়াতি ও প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই মামলার এজাহারে ড. কাজী এরতেজা হাসান ছাড়াও আরও ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। 

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মামলার প্রথম আসামি আবু ইউসুফ ও দ্বিতীয় আসামি রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় ড. এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। 

আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। 

ড. কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago