হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার

সোলাইমান সেলিম। ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, হত্যা মামলায় চকবাজার থানা পুলিশের একটি দল গুলশানের একটি বাসা থেকে গতরাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

এর আগে গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments