হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় রেজা উদ্দিন হত্যা মামলায় কুষ্টিয়ায় পাঁচ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রাম এলাকার রহমত শেখের ছেলে উজ্জ্বল, সাজ্জাদ প্রকাশ সুজাত, সুজন, গফুর ও জালাল। রায় ঘোষণার সময় আসামি গফুর ও জালাল আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক আছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন রাতে কুমারখালীর মাঝগ্রামে রেজা উদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনার পর দিন নিহতের মামা আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দেন কুমারখালী থানার উপপরিদর্শক সামসুল আলম সিদ্দিকী।

Comments