তার একমাত্র টার্গেট এটিএম বুথফেরত মানুষ
৭ বছর ধরে তিনি এ পেশায়। তার একমাত্র টার্গেট এটিএম বুথফেরত মানুষ। এটিএম বুথ থেকে কেউ টাকা তুলে আসার পর তার পিছু নেন তিনি। এরপর জনাকীর্ণ এলাকায় সুবিধাজনক স্থানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে অপ্রস্তুত করে ফেলেন।
এই সুযোগে ব্লেড দিয়ে ব্যাগ অথবা প্যান্টের পকেট কেটে টাকা হাতিয়ে পালিয়ে যান। পুরো কাজটি করতে তার সময় লাগে সর্বোচ্চ ১০ সেকেন্ড।
তার নাম মো. মাসুদ খান খোকন (৪৮) ওরফে ব্লেড মাসুদ। ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা তিনি।
আজ সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী ওভারব্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি আরও জানান, আজ দুপুর ১টার দিকে উত্তরা থেকে এক ব্যবসায়ীর ব্যাগ ব্লেডে কেটে ৪ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালাচ্ছিলেন মাসুদ। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে সেখানে থাকা টহল পুলিশ টাকাসহ মাসুদকে ধরে ফেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
মাসুদের বিরুদ্ধে আরও ২টি মামলা আছে বলে জানান ওসি।
Comments