মারধরের অভিযোগে লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

লালবাগ
লালবাগ থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদনগর এলাকায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ পুলিশ ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলা করা হয়।

বিল্লাল হোসেন নামে একজন এ মামলা করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযুক্ত ৫ পুলিশ সদস্য হলেন-লালবাগ থানার ওসি এম এম মুর্শেদ, উপ-পরিদর্শক তারেক নাজির, তারেক আজিজ, আতোয়ার হোসেন ও কৃষ্ণ চন্দ্র মিত্র।

সূত্র জানায়, ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়েছেন এবং অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেছেন।

এছাড়া ম্যাজিস্ট্রেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার তদন্ত করে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ অক্টোবর আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকার শহীদনগরে লালবাগ ইয়াসিন সমবায় সমিতির কার্যালয়ে গিয়ে বাদীকে দুটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করতে যান।

এর প্রতিবাদ করায় অভিযুক্তরা বিল্লালকে মারধর করে বলে মামলায় উল্লেখ করা  হয়েছে।

Comments