ছেলের সামনে বাবাকে হত্যা

সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন ১৩ বার পেছাল

এবারের ঘটনাসহ পিবিআই মোট ১৩ বার এ মামলার পরবর্তী তদন্ত শেষ করার জন্য বাড়তি সময় নিয়েছে।
সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। ছবি: সংগৃহীত

২০২১ সালের মে মাসে ব্যবসায়ী শাহিনউদ্দিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন আগামী ৬ আগস্ট নাগাদ জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে নিহতের ৭ বছর বয়সী ছেলের সামনে সংঘটিত হত্যাকাণ্ডটি গণমাধ্যমের শিরোনামে উঠে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইর পরিদর্শক মো. মনির হোসেন এখনো কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় মহানগর হাকিম তাহমিনা হক এ আদেশ দেন।

এবারের ঘটনাসহ পিবিআই মোট ১৩ বার এ মামলার পরবর্তী তদন্ত শেষ করার জন্য বাড়তি সময় নিয়েছে।

গত বছরের ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নিহতের মা আকলিমা বেগম অনাস্থা আবেদন করলে ঢাকার অপর ১টি আদালত পিবিআইকে পরবর্তী তদন্তের নির্দেশ দেন।

প্রায় ৯ মাস তদন্ত শেষে গত বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উল্লেখিত ব্যবসায়ীকে আউয়ালের নির্দেশে হত্যা করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আউয়াল ছাড়াও এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও ১৪ জন জড়িত ছিলেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগ থেকে ১৩ আসামির নাম বাদ দিয়ে বলেন, তদন্তের সময় অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

আসামিদের মধ্যে আউয়ালসহ ১৩ জন জামিনে মুক্ত আছেন। মো. মুরাদ হোসেন ও তরিকুল ইসলাম ইমন কারাগারে রয়েছেন।

Comments