খুলনা রেলস্টেশন ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ১৭০ জনের বিরুদ্ধে মামলা

খুলনা রেলওয়ে স্টেশন
খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি সংঘর্ষে স্টেশনের মূল ফটকের গ্লাসসহ অন্যান্য জিনিস ভাঙচুর করা হয়েছে। ছবি: সংগৃহীত

খুলনায় রেলওয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল শনিবার রাতে রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা করেন।

আজ রোববার দ্য ডেইলি স্টার বিষয়টি জানিয়েছেন খুলনা রেলওয়ে পুলিশের এসপি রবিউল হাসান।

তিনি বলেন, 'সরকারি কাজে বাধা, হুকুম অমান্য ও ভাঙচুরের ঘটনায় রাতে অজ্ঞাত ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।'

'যেহেতু রেলস্টেশন রাষ্ট্রীয় সম্পদ সেহেতু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার,' উল্লেখ করে তিনি জানান, বিএনপির বিভাগীয় সমাবেশে আগতরা রেলস্টেশনের জায়গা দখল করে অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলায় সংঘর্ষের সূত্রপাত হয়।

সে সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার নং ৩ ও ধারা ১৪৩/৪৪৭/৩৫৩/৪২৭/৩৪।

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

2h ago