স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ছবি: স্টার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও এক একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷

ওই ঘটনার ১৭ বছর পর আর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন৷

বিচারিক আদালতের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে৷ তিনি জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক নারীকে খালাস দিয়েছেন আদালত৷

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কামরুল, রবিউল, আলী আকবর ও শুক্কুর আলী৷ যাবজ্জীবন সাজা পেয়েছেন রবিউলের মা ডলি বেগম৷ এদের মধ্যে রবিউল ও ডলি পলাতক৷

রকিবউদ্দিন জানান, ২০০৫ সালের ৩ জুন বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের ধইঞ্চাক্ষেত থেকে আফসানা আক্তার নিপার (১১) মরদেহ উদ্ধার করে পুলিশ৷ ২০০৫ সালের ২৬ আগস্ট পুলিশ ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়৷

তাতে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ ধর্ষণের পর নিপাকে হত্যা করেন আসামিরা৷

রায়ে সন্তোষ প্রকাশ করে নিপার বাবা আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলার রায় তাড়াতাড়ি কার্যকর চাই৷'

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago