খুবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত রাফি ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিয়ের কথা বলে ধর্ষণের ঘটনায় ২০২৩ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আদালতের নির্দেশনায় একই বছরের ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। গত বছরের ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক সোহেল রানা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Comments

The Daily Star  | English

65pc people want local polls before nat’l election

At least 66 percent of the people favour local government elections before the next national polls under the interim government, a Bangladesh Bureau of Statistics study has found.

6h ago