পুলিশকে কামড়ে হ্যান্ডকাফসহ পলায়ন: ১৭ দিন পর গ্রেপ্তার আসামি

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ১৭দিন পর মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বয়াতি (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

/ মাদক চোরাকারবারি / মাদক মামলা / কোম্পানীগঞ্জরাত ১১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, 'গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি বয়াতিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির বেশ কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭ দিন পর একাধিক মাদক মামলা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি বয়াতিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।'  

উল্লেখ্য, মাদক কারবারি বয়াতি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি দীর্ঘ তিন বছর ধরে রিকশা চালানো ছেড়ে দিয়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদক কারবারে জড়িয়ে পড়েন। 

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে জামাইয়ের টেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদকসহ তাকে গ্রেপ্তার করেন তারা। 

পরে বয়াতীকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা থানায় আসার পথে উদ্যত হলে একজন নারী ঘটনাস্থলে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

4h ago