কক্সবাজারে যুবক হত্যাকাণ্ডে আটক ২
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—মো. ইসহাক (৪৫) ও রাজু (২২)।
আজ শুক্রবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ভোরে উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজপাড়া থেকে তাদের আটক করা হয়। ইসহাক ও রাজু কলেজপাড়ার বাসিন্দা।
গতকাল দিবাগত রাত ১১টার দিকে বদরখালী ইউনিয়নের ফেরীঘাট স্টেশন থেকে রাসেল আজম বাহাদুর (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল কলেজপাড়ার বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম বাহাদুরের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
রাসেলের স্বজন জানান, বদরখালীর জনতাবাজার ফেরিঘাটে গিয়ে বসার কিছুক্ষণ পরে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত এসে রাসেলের পেটে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
চন্দন কুমার চক্রবর্তী আরও বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
Comments