চাঁদপুরে কারেন্ট জাল ও ইলিশসহ ৩৯ জেলে আটক

নৌ পুলিশের অভিযানে জব্দ করা কারেন্ট জাল ও ইলিশ। ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা ও পদ্মার আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোর থেকে নৌ পুলিশের ২টি দল নিয়মিত অভিযানে নামে। এ সময় চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ইলিশ ধরার সময় ৭ জেলেকে জাল ও ইলিশসহ আটক করা হয়।

অন্যদিকে নৌ পুলিশের ভারপ্রাপ্ত ওসি মো.কামরুজ্জামানের নেতৃত্বে মেঘনা নদীর মোহনা ও পদ্মা নদীর আশপাশের এলাকা থেকে ৩২ জেলেকে আটক করার পাশাপাশি বিপুল পরিমান ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, 'আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।'

এ ছাড়া জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

গত ৭ অক্টোবর থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে  ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এই সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান আছে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago