দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৫ তরুণ নিরুদ্দেশ: র‌্যাব

দেশের বিভিন্ন এলাকা থেকে নিরুদ্দেশ তরুণের সংখ্যা। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৫ জন তরুণ নিরুদ্দেশ হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, নিরুদ্দেশ হওয়া তরুণদের মধ্যে কুমিল্লার ১৫ জন, সিলেটের ৭ জন, পটুয়াখালীর ৬ জন, ঢাকার ৪ জন, নারায়ণগঞ্জের ৪ জন, বরিশালের ৩ জন, ফরিদপুরের ২ জন, মাদারীপুরের ২ জন, ঝালকাঠির ২ জন এবং নেত্রকোণা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, মাগুরা, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর, ঝিনাইদহ ও টাঙ্গাইলের ১ জন করে আছেন।

Comments