কালিয়ানি সীমান্তে গুলিতে নিহত ১, বিএসএফের অস্বীকার

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে।

এ ঘটনায় নিহত আবু হাসান (২৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তার ৫ মাস বয়সী এক সন্তান রয়েছে।

নিহতের বাবা হায়দার আলী শেখ বলেন, 'আমার ছেলে শনিবার রাতে কোনো এক সময়ে সীমান্ত পার হয়ে ভারতে যায়। কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ তাকে লক্ষ্য করে গুলি করে। পরে সেখান থেকে কে বা কারা তাকে বাংলাদেশে এনে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।'

তিনি আরও বলেন, 'হাসানের অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে হাসান মারা যায়।'

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, 'হাসানের পেটের ডান দিকে গুলিবিদ্ধ হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।'

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, 'সীমান্তে গুলিবিদ্ধ হয়ে হাসানের মৃত্যুর ব্যপারে বিএসএফের কাছে জানতে চাইলে তারা গুলি চালানোর কথা অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে।'

Comments

The Daily Star  | English
Teknaf

Brokers prowling Myanmar border

Amid the ongoing conflicts in Myanmar, Rohingyas are crossing into Bangladesh at different points of the 270km border between the two countries.

6h ago