বরিশাল বিমানবন্দর

লাগেজে ইলিশ, ২ যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা

বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নিষেধাজ্ঞা অমান্য করে লাগেজে ইলিশ বহন করার দায়ে বরিশাল বিমানবন্দরে ২ যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নুসরাত ফাতিমা বলেন, 'সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমান বন্দরে আসেন ২ যাত্রী। এসময় তাদের সঙ্গে থাকা ককশিটের কার্টন স্ক্যান করার সময় ৮টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে তাদের ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি আরও বলেন, 'তারা ২ জন দোষ স্বীকার করেছে। তারা বলেছে, ইলিশ পরিবহন নিষিদ্ধ থাকার বিষয়টি তাদের জানা ছিল না।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago