ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে ৪৯ জেলেকে কারাদণ্ড

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে তিন দিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার টাকা।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৪৫৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৪৩ বার মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৭২টি মামলা করা হয়েছে।

দুই দিনের অভিযানে ২ হাজার ৫৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১১ লাখ ৪০ হাজার ৬শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৯ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।

এ সময় বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

1h ago