শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার

gold_bar.jpg
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের নম্বর ১২ বে-এর পাশে ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। ময়লার ঝুড়িতে স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। বারগুলো স্কচটেপে মোড়ানো দণ্ড আকারে পাওয়া যায়, সেটি খুললে দেখা যায় ভেতরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণেরবার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

38m ago