রিজার্ভ চুরি: ১৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

‘ফেসবুক পোস্টের’ জেরে মাদ্রাসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতি মামলায় ১৬ নভেম্বরের মধ্যে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ঢাকার একটি আদালত।

মামলার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজ রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করার জন্য সিআইডি আজ পর্যন্ত ৬৭টি তারিখ নিয়েছে।

ম্যানিলা-ভিত্তিক আরসিবিসি-র অ্যাকাউন্টগুলোতে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল। পরে তা ফিলিপাইনের ক্যাসিনোতে ব্যবহৃত হয়।

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রিজাল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মামলা করে।

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago