দেড় বছরের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

জাকির হোসেন
গ্রেপ্তার জাকির হোসেন। ছবি: সংগৃহীত

দেড় বছরের মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে বগুড়ার শেরপুর উপজেলার উচল বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডোবার পানিতে ডুবিয়ে নিজ সন্তানকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আসামি জাকির।

এই ঘটনায় জাকিরের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা করেছেন।

শিশুটির মা এবং এলাকাবাসীর বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ৪ বছর আগে জাকির এবং রাবেয়ার একটি কন্যা সন্তান হয়। দেড় বছর আগে রাবেয়া-জাকির দম্পতির দ্বিতীয় কন্যা হুমাইরার জন্ম হয়। মেয়ে হওয়ায় 'ক্ষিপ্ত' হন জাকির।

'গতকাল রাত ১টার দিকে রাবেয়া ঘুম থেকে উঠে দেখে পাশে ছোট মেয়ে হুমাইরা নেই। এই সময় তার স্বামী জাকির ও ঘরে ছিল না। এর পরে সবাই খুঁজতে থাকেন। এক পর্যায়ে জাকিরের আচরণে সন্দেহ হলে সবাই জাকিরকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে শিশুটিকে ডোবায় ফেলে দিয়েছেন। সকালে শিশুটির লাশ উদ্ধার করে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল ৮টায় পুলিশ জাকিরকে আটক করে থানায় নিয়ে আসে এবং শিশুটির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়,' বলেন ওসি

কাল সকালে জাকিরকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

3,930 examinees of 44th BCS have to face viva voce again

As many as 3,930 candidates for the 44th Bangladesh Civil Service will have to face fresh viva voce since the newly constituted Bangladesh Public Service Commission has decided to cancel the previously conducted oral examinations.

43m ago