এমপি লিটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ফাইল ফটো

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. কমান্ডার খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল সোমবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ ব্রিফিং দেওয়া হবে বলে জানান তিনি।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য লিটন।

পরদিন তার ছোটবোন ফাহমিদা বুলবুল কাকলী একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২৮ নভেম্বর গাইবান্ধার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলায় গাইবান্ধার সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল কাদের খানসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দেন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago