রাজনৈতিক আশ্রয় ছাড়া আরাভের পালানোর সুযোগ নেই: শাহরিয়ার আলম
রাজনৈতিক আশ্রয় ছাড়া আরাভ খান ওরফে রবিউল ইসলামের পালানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, 'যদি কোনো অপরাধী বিদেশে গিয়ে নিজের পরিচয় প্রকাশ করে, তার পালিয়ে থাকার সুযোগ নেই। রাজনৈতিক আশ্রয় না থাকলে তিনি (আরাভ) পালিয়ে থাকতে পারবেন না।'
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, 'আরাভ খানকে গ্রেপ্তার করা হয়নি। তার রহস্য উদ্ঘাটন করা হচ্ছে।'
আরব আমিরাতের দুবাইয়ে জুয়েলারি শপের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি।
এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।
সম্প্রতি দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনের সংবাদ প্রচার হলে, এই পলাতক আসামির নাম প্রকাশ্যে আসে।
হত্যার ঘটনার পর রবিউল ওরফে আরাভ পালিয়ে ভারত যান এবং সেখান থেকে আরব আমিরাত যান বলে জানা গেছে।
আরাভ খানকে গ্রেপ্তারে বাংলাদেশ থেকে পাঠানো রেড নোটিশ ইন্টারপোল গ্রহণ করেছে বলে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গতকাল জানিয়েছেন।
Comments