যুবককে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগে বাবা-মা-ভাই আটক

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নূর হোসেন শাকিল (২৫) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৯ নম্বর মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ শাকিলের বাবা বসির হোসেন বাবুল, মা ও ছোট ভাই এমাম হোসেনকে আটক করেছে।

বুধবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, লালপুরের বাসিন্দা শাকিল পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। গত শনিবার পারিবারিক কলহের জের ধরে শাকিলকে পরিবারের সদস্যরা হত্যা করেন। এরপর রাতে বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে মাটির নিচে মরদেহ মাটিচাপা দেন তারা।

বিষয়টি জানতে পেরে আজ বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় নিহতের ভাই এমাম হোসেনকে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে শাকিলকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

পরে তার দেওয়া তথ্যানুসারে পুলিশ পুকুর পাড় থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, 'মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English

Age limit raised to 32 for public sector jobs

An ordinance has been issued fixing the maximum age for applying for public service jobs to 32 years

17m ago