গার্ডার দুর্ঘটনায় চীনা ঠিকাদার দায়ী: তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে ৫ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদনে ঘটনার জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেছে।

কমিটি অবশ্য বলেছে, এ ঘটনার পেছনে প্রকল্প কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী আজ রোববার তদন্ত কমিটির এ  প্রতিবেদন প্রকাশ করেছেন।

 গত বৃহস্পতিবার ৭ সদস্যের কমিটি তার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

সচিব বলেন, 'এখন সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রকল্পের নিয়োগকারী সংস্থা তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।'

এর আগে প্রাথমিক প্রতিবেদনেও গত ১৫ আগস্টের ওই ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি খুঁজে পায় তদন্ত কমিটি। 

ওইদিন বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বিআরটি প্রকল্পের ভায়াডাক্ট পড়ে গেলে এর নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে। এতে ওই প্রাইভেটকারে থাকা ৫ জন মারা যান। 

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago