জামালপুর

প্লাস্টিকের ব্যাগে বাণিজ্যিকভাবে আদা চাষ

আদা চাষ
আব্দুল মজিদ প্লাস্টিকের ব্যাগে মাটি ভরে বাড়ির উঠোন ও পরিত্যক্ত আঙিনায় আদার চাষ করছেন। ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

প্লাস্টিকের ব্যাগে মাটি ভরে বাড়ির উঠোন ও পরিত্যক্ত আঙিনায় আদার চাষ করছেন আব্দুল মজিদ। পূর্বের কৃষিদক্ষতা ও ইউটিউব থেকে টিপস নিয়ে বাণিজ্যিকভাবে আদা চাষ শুরু করেন ৬৭ বছর বয়সী এ কৃষক।

কৃষক আব্দুল মজিদ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের বাসিন্দা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক শেষ করার পর কোনো চাকরিতে যোগ দেননি, শুরু থেকেই কর্মজীবন অতিবাহিত করছেন নানা ধরনের কৃষিপণ্য উৎপন্ন করে। সফলও হয়েছেন বারবার।

এ বছরের এপ্রিল থেকে তিনি আদা চাষ শুরু করেন। তার গ্রামের বাড়ির উঠোন, আঙিনা ও আশেপাশে ৩ বিঘা পতিত জমিতে ১৪ হাজার প্লাস্টিকের বস্তায় মাটি ভরে আদা চাষ করছেন।

আদা চাষ
আদা চাষে বাড়িতে তৈরি ভার্মি-কম্পোস্ট ব্যবহার করছেন আব্দুল মজিদ। ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

আব্দুল মজিদ দ্য ডেইলি স্টারকে বলেন, আদা আবাদে তিনি কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন না। বাড়িতে তৈরি ভার্মি-কম্পোস্ট ব্যবহারের কারণে আদার গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে বারি-১ জাতের আদার চাষ করা হয়েছে।

প্রতি ব্যাগে ২৯ টাকা করে প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে, প্রতি ব্যাগে ২ কেজিরও বেশি আদার ফলন পাবেন বলে তিনি আশাবাদী।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ডেইলি স্টারকে জানান, এ এলাকায় আবদুল মজিদই প্রথম কৃষক যিনি ব্যাগে আদার চাষ করেছেন। ইতোমধ্যেই আদা চাষের জমি পরিদর্শন করা হয়েছে, আদার গাছগুলো ভালো দেখা যাচ্ছে।

কৃষি অফিস থেকে সর্বদা পর্যবেক্ষণের পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও অন্য কৃষকদেরও এ বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

8m ago