জামালপুর

প্রাচীর নির্মাণ নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর হামলায় শিক্ষক দম্পতি আহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসতবাড়িতে চলাচলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় শিক্ষক দম্পতিসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসতবাড়িতে চলাচলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় শিক্ষক দম্পতিসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে পৌরসভার আরামনগর বাজারের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এরপর দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আহত শিক্ষক দম্পতি হলেন, সরিষাবাড়ীর রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষিকা আফরোজা বেগম ও চর সরিষাবাড়ী উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক রবিউল ইসলাম রতন।

অপর পক্ষের আহতরা হলেন, রুহেনুল ইসলাম, আশরাফুল ও আভিরন।

আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে আহত শিক্ষক রবিউল ইসলাম রতন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করেন। যদিও রাস্তা নির্মাণের সময় প্রতিপক্ষ জায়গা দেয়নি। এখন আবার তারা রাস্তা পেঁচিয়ে দেয়াল নির্মাণ করছে। পৌরসভা কর্তৃপক্ষ এখানে রাস্তার জন্য জায়গা দিতে বলেছে। কিন্তু তারা দিচ্ছে না। আজ দেয়াল তুলছে, এতে বাঁধা দিলে তারা হামলা করে। এ ঘটনার বিচারের জন্য থানায় অভিযোগ করেছি।'

অপর পক্ষের রুহেনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'দুই পাশে জায়গা দিয়েছি। আর কত জায়গা ছাড়ব। আমরা তাদের মারিনি। তারাই আমাদের মেরেছে। আমরাও থানায় অভিযোগ করেছি।'

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এস আই হুমায়ুন ডেইলি স্টারকে বলেন, 'বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে মারামারির ঘটনায় থানায় অভিযোগ এসেছে। ইতোমধ্যে সেই জায়গা পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

2h ago