সরিষার আবাদ বাড়িয়ে তেল আমদানি ৫০ ভাগ কমানো হবে: কৃষিমন্ত্রী

আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী, কৃষি,
মানিকগঞ্জের সিংগাইরের শিবপুরে সমাবেশে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির উন্নয়ন হলেই দেশে শিল্পকারখানা হয়, মানুষের জীবনযাত্রার মান বাড়ে। আগামী ৩ বছরের মধ্যে আমরা সরিষার আবাদ বাড়িয়ে তেল আমদানি ৫০ ভাগে কমিয়ে আনব।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরের শিবপুরে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, 'আমাদের ধারণা কৃষক মানে লেংটি পড়বে, আর যারা দুর্নীতি করবে, গার্মেন্টসের মালিক, কলকারখানার মালিক তারা গুলশানে বাড়ি করবে। কৃষক ঘাম-শ্রমে ফসল উৎপাদন করবে সেটি তারা ভোগ করতে পারবে না। গত ১৪ বছরে একদিনও সারের সংকট হয়নি।'

'সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া জেলে না থেকে বাসায় আছে।'

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মোহাম্মদ এনায়েত উল্লাহসহ আরও অনেকে এই সমাবেশে বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

2h ago