পাবনায় ট্রাকচাপায় একই গ্রামের ৩ কৃষিশ্রমিক নিহত

আওয়ামী লীগের মনোনয়ন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনা-সাঁথিয়া সড়কের রাঙামাটি এলাকায় ট্রাকচাপায় তিনজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের খোকন হোসেন (২৭), ধোনি প্রামাণিক (৫০) ও রাসেল হোসেন (২৭)। তারা উপজেলায় একটি পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, শুক্রবার ভোরে করিমনে (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যান) চড়ে একদল কৃষিশ্রমিক পেঁয়াজ চাষের কাজে যাচ্ছিলেন। সাড়ে ৫টার দিকে রাঙামাটি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও তিনজন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এদিকে একদিনে একই গ্রামের তিন বাসিন্দার মৃত্যু রাঙামাটিকে শোকের গ্রামে পরিণত করেছে।

Comments