গাজীপুরে আগুনে পুড়েছে ফার্নিচার ও কাপড়ের দোকান

গাজিপুরে আগুনে পুড়েছে দুই দোকান। ছবি: সংগৃহীত
গাজিপুরে আগুনে পুড়েছে দুই দোকান। ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট এলাকায় একটি ফার্নিচার ও কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ রোববার সকাল ৮ টায় গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রবিন মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১২ টায় প্রথমে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি কাপড়ের দোকানও পুড়ে যায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে।

স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকান দুটি পুড়ে যায়।

দোকান মালিকরা তাদের সম্পত্তি হারিয়ে হতাশা প্রকাশ করেছেন।

জয়দেবপুরে ফায়ার সার্ভিসের ইনচার্জ সামাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ করেছেন।

ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

 

Comments