রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ২ জনের মৃত্যু, পুড়ে গেছে অন্তত ৫০০ ঘর

আগুনে অন্তত ৫০০ ঘর পুড়ে গেছে। ছবি:সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উখিয়ার ক্যাম্প ১ পশ্চিম লাম্বাশিয়ার সি ব্লকে এ আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৫০০টি অস্থায়ী ঘর পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দোজা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেল ৪টার দিকে তিনি বলেন, 'আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি।'

তিনি জানান, পুড়ে যাওয়া ঘর থেকে এক শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ফায়ার অফিসার শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিকেল ৩টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।'

আগুনে রোহিঙ্গাদের অন্তত ৫৪৬টি ঘর পুড়ে গেছে এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।'
 

Comments

The Daily Star  | English

HMPV detected in Bangladesh

30-yr-old from Kishoreganj undergoing treatment

2h ago