টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে।

আজ সোমবার রাত ৯টার দিকে ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জালাল আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের শতাধিক ঘর পুড়ে গেছে।'

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওর নারী কেন্দ্রে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় সাড়ে ৯টায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' case report against Hasina, ex-ministers

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

8m ago