চট্টগ্রাম বন্দরে ক্রেন ছিঁড়ে পড়লো কনটেইনার, আহত ২
চট্টগ্রাম বন্দরে জেটিতে থাকা একটি জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে কনটেইনার পড়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এর ১১ নম্বর জেটিতে মার্কস ঢাকা নামে জাহাজ থেকে একটি কনটেইনার নামানোর সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আহত শ্রমিক নুরুল আলম (৫০) ও মো. রুবেল (৩৭) ওই যেটি পরিচালনাকারী বেসরকারি বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেডে কাজ করতেন।
বন্দর কর্মকর্তারা জানান, ক্রেনের সাহায্যে কনটেইনার নামানো হচ্ছিল। সেই সময় ওই দুই শ্রমিক কনটেইনারের ওপরেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ক্রেনের হুকের রিং ছিঁড়ে কনটেইনারটি জেটিতে পড়ে যায়। ওই দুই শ্রমিক ছিটকে পড়ে আহত হন।
ওমর ফারুক জানান, বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Comments