পবায় শ্যালো ইঞ্জিনচালিত যানে ট্রেনের ধাক্কা, ২ জনের মৃত্যু

ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে শ্যালো ইঞ্জিনচালিত যানে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন শ্যালো ইঞ্জিনচালিত যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, এ ঘটনায় মারা গেছেন শ্যালো ইঞ্জিনচালিত যানটির চালক মোফাজ্জল ও যাত্রী হাবিব।

ওসি জানান, তাদের দুজনেরই বয়স প্রায় ৩০ বছর এবং তারা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দুলাল বলেন, 'ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি টুকরো টুকরো হয়ে গেছে।'

তিনি বলেন, 'রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। কিছুদিন আগে এখানে দুজন আনসার মোতায়েন করা হলেও দুর্ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না।'

ওসি জানান, পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

26m ago