বিহারে ৪৮ ঘণ্টায় বজ্রপাতে মৃত ৩৩

Lightning
স্টার অনলাইন গ্রাফিক্স

চলমান বর্ষা মৌসুমে ভারতের পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে বিহার রাজ্যে বজ্রপাতে অন্তত ৩৩ ভারতীয় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আজ শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা ধারাবাহিকভাবে প্রবল ঝড়ে আক্রান্ত হয়েছে বিহার রাজ্য। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এক বিবৃতিতে জানায়, ওই দুইদিনেই ৩৩ জন মারা গেছেন। মৃতদের বেশিরভাগই চাষি ও খোলা আকাশের নিচে কাজ করেন এমন শ্রমিক।

রাজ্যের বিভিন্ন অংশে আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল এএফপিকে জানান, দুর্গত এলাকার জনগোষ্ঠীর মধ্যে বজ্রপাতের বিষয়ে সচেতনতা ও সতর্কতা তৈরির জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

বিহারে ২০২৪ ও ২০২৩ সালে যথাক্রমে ২৪৩ ও ২৭৫ জন বজ্রপাতের আঘাতে মৃত্যুবরণ করেছেন বলে রাজ্য সরকার জানিয়েছে।

সামগ্রিকভাবে, বিহারসহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রতি বছরই প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দেয়। এতে অনেক মানুষ মারা যান ও হাজারো মানুষ বর্ষা মৌসুমে বাড়ি ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যেতে বাধ্য হন।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

43m ago