নড়াইলে হিন্দু বাড়ি-মন্দির ভাঙচুর, আগুনের ঘটনায় আসকের নিন্দা
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আসক জানায়, গণমাধ্যম থেকে জানা যায় গত ১৫ জুলাই ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নড়াইলে হামলার সূত্রপাত হয়। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা দোকানসহ ২-৩টি বাড়ি ভাঙচুর করে এবং গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় সাহাপাড়া মন্দিরে ভাঙচুর করা হয়। কলেজ শিক্ষার্থীকে না পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষার্থীর বাবাকে বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয়।
আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলে, 'সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নতুন কিছু নয়। এর পূর্বেও আমরা এ ধরনের হামলা দেখেছি, যা অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। ইতোপূর্বে ঘটে যাওয়া একই ধরনের অপরাধের দৃশ্যত কোনো বিচার দ্রুততম সময়ে না হওয়ায় অপরাধীরা এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।
দ্রুততার সাথে এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ শাস্তি নিশ্চিত করা এবং উক্ত শিক্ষার্থী, তার পরিবার ও এলাকার অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানায় আসক।
Comments