চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এইচএসসির এক শিক্ষার্থী মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত রাব্বি হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাব্বি ভোরে জয়পুরহাট স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসে উঠে বিরামপুর স্টেশনে নামার জন্য। তবে বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের জন্য নির্ধারিত স্টপেজ না থাকায় সকাল ৭টার দিকে ট্রেনটি বিরামপুর স্টেশনে প্রবেশ করলে চলন্ত ট্রেন থেকে লাফ দেয় রাব্বি। এতে সে প্ল্যাটফর্মের মেঝেতে আছড়ে পড়ে এবং ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে প্ল্যাটফর্মের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মারা যায়।'
রাব্বির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
Comments