দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের সঙ্গে এই সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও বাসচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিনজন মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।'

দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

Comments