ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু

২ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু
শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে বালুবাহী ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে গেলে বলাকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার ২ ঘণ্টা ২০ মিনিট পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়। এতে আহত হয় আরও অন্তত।

এ সময় ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

স্টেশন মাস্টার জানান, বালুবাহী ট্রাকটি লেভেল ক্রসিংয়ে উঠে গেলে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন এতে ধাক্কা দেয়।

দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

 

Comments