দেড় ঘণ্টা পর সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকে পড়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়।
পরে রেললাইনে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
লোকোশেড ইনচার্জ মো. মনির উদ্দিন বলেন, 'ইঞ্জিনের গিয়ার বক্সের কেসিং মেরামত করে ইঞ্জিনটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।'
Comments